STORYMIRROR

Rahul Pramanik

Abstract Action Thriller

3  

Rahul Pramanik

Abstract Action Thriller

সময় বেচবো

সময় বেচবো

1 min
220

সব নিংড়ে দিয়ে কৃষ্ণা চতুর্দশীর চাঁদের মতো হতবাক হয়ে ,

কালো আকাশের কোনে,   বিস্মৃতির প্রলেপ মেখে অনড় হয়ে আছি। 

অন্ধকারের নির্জনতায় থমকে দাঁড়িয়ে, একটা ছক কাটবার চেষ্টা করছি নিঃশব্দে ।

শুন্য কুম্ভের ডম্বরু বেজে উঠে খেয়া ঘাটের কাছে।

 এক প্রগলভ নিঃস্বতা , কিছুটা সময়ের তলানি 

আর অন্ধকারের উদাস কমণ্ডলু হাতেদাঁড়িয়ে থাকি জিজ্ঞাসায়।

 পারের কড়ি কুড়ানোর তাগিদে নাজেহাল মন নিশপিশ করে । 

 ভাবি, নিরেট অন্ধকার কেটে দু এক টুকরো বেচে যদি কিছু পাই । 

কিন্তু অন্ধকার কিনবে কে? তাহলে কিছুটা সময়ই বেচা যাক যেটুকু থেমে আছে ভয়ে বিহ্বলে? 

সময়ের এখন অনেক দামখাসা খদ্দের জুটবে ঠিক । 

যারা ঘন ঘন ব্যাটারি পাল্টায় , দরজার উপরে টাঙ্গানো দেয়াল ঘড়ির। 

একঘেয়ে শব্দবান যাদেরকে পুলকিত করে, সেই বাচার আশার পুং সুই। যারা সময়কে ধরে রাখতে চায় মানিব্যাগের কয়েদখানায় ।  

বেচে দিবো বেশ আদ্ধেক নিজের সময় টুকু বাকি দিন দুই কেটে যাবে

নিশ্চয়ই পারের কড়ি পেয়ে ভয়ে বিস্ময়ে, রহস্যময় অজানার প্রতিক্ষায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract