সময় বেচবো
সময় বেচবো
সব নিংড়ে দিয়ে কৃষ্ণা চতুর্দশীর চাঁদের মতো হতবাক হয়ে ,
কালো আকাশের কোনে, বিস্মৃতির প্রলেপ মেখে অনড় হয়ে আছি।
অন্ধকারের নির্জনতায় থমকে দাঁড়িয়ে, একটা ছক কাটবার চেষ্টা করছি নিঃশব্দে ।
শুন্য কুম্ভের ডম্বরু বেজে উঠে খেয়া ঘাটের কাছে।
এক প্রগলভ নিঃস্বতা , কিছুটা সময়ের তলানি
আর অন্ধকারের উদাস কমণ্ডলু হাতেদাঁড়িয়ে থাকি জিজ্ঞাসায়।
পারের কড়ি কুড়ানোর তাগিদে নাজেহাল মন নিশপিশ করে ।
ভাবি, নিরেট অন্ধকার কেটে দু এক টুকরো বেচে যদি কিছু পাই ।
কিন্তু অন্ধকার কিনবে কে? তাহলে কিছুটা সময়ই বেচা যাক যেটুকু থেমে আছে ভয়ে বিহ্বলে?
সময়ের এখন অনেক দামখাসা খদ্দের জুটবে ঠিক ।
যারা ঘন ঘন ব্যাটারি পাল্টায় , দরজার উপরে টাঙ্গানো দেয়াল ঘড়ির।
একঘেয়ে শব্দবান যাদেরকে পুলকিত করে, সেই বাচার আশার পুং সুই। যারা সময়কে ধরে রাখতে চায় মানিব্যাগের কয়েদখানায় ।
বেচে দিবো বেশ আদ্ধেক নিজের সময় টুকু বাকি দিন দুই কেটে যাবে
নিশ্চয়ই পারের কড়ি পেয়ে ভয়ে বিস্ময়ে, রহস্যময় অজানার প্রতিক্ষায়।
