STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

বাজনার ধ্বনি

বাজনার ধ্বনি

1 min
16

বাজনার ধ্বনি

মানিক চন্দ্র গোস্বামী


বাতাস বাজায় পাতার ভেপুঁ,

ছলাৎ নাচে নদীর লহর,

মেঘে মেঘে ধাক্কা লেগে

বজ্র নিনাদে কাঁপছে শহর।

বেজে ওঠে স্কুলের ঘন্টা,

দোলন ঘড়ি আওয়াজ তোলে,

গরুর গাড়ির ক্যাঁচোড় কোঁচড়,

ক্রিং ক্রিং বাজে সাইকেলে।

তবলচিতে তবলা বাজায়,

সারেঙ্গিতে বাজছে ধুন,

বাঁশির সুরে মন মেতেছে,

গলার স্বরে গানের গুণ।

প্রতিবাদীর ভাষণ শুনে

আগুন ঝরে মনের ঘরে,

সমর্থকেরা সমস্বরে

চেঁচিয়ে বাজার গরম করে।

আদুরে বাতাস ধানের শীষে

স্নেহের পরশ দেয় বুলিয়ে,

সোনা রোদের ঝলকানিতে

আঁধার কাঁপে থরথরিয়ে।

শোনো বসন্তেরই পদধ্বনি 

কুহু রবের মধুর স্রোতে,

সুরের দোলায় মিষ্টি ছোঁয়া

কোকিল কণ্ঠে ফাগুন প্রাতে।

কু ঝিক ঝিক বাজনা বাজে

ট্রেনের চাকার ঘর্ষণে,

ধরণীর মাটি শান্তি পাবে

টাপুর টুপুর বর্ষণে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract