অযাচিত
অযাচিত


আশেপাশে যে কবিতাদের তুমি দেখো, কখনও বা স্রোতে গা ভাসাও,
তারা আসলে প্রত্যেকেই কবির দৃষ্টিকোণে এক একটি ভিন্ন স্বগতোক্তি;
তবু জেনো, সব সৃজন আনন্দের হয় না, সব কাব্য 'অসাধারণ' হয় না,
কিছু কবিতায় লুকিয়ে থাকে অলক্ষ্য অশ্রুবিন্দুর অব্যক্ত মর্মবেদনা,
কিছু কবিতা আঘাতের হয়, স্মৃতি রোমন্থনের হয় কিংবা যন্ত্রণার হয়,
সেই যন্ত্রণার তীব্র আগুন দিনভর বুকের মাঝে দাউদাউ করে জ্বলে;
ছাইচাপা অনলে 'অপূর্ব', 'অনবদ্য', 'অসামান্য' শব্দগুলো ঘি ঢালে,
এই কাব্য বিশারদের দলের কিন্তু পড়ে দেখার প্রবৃত্তিটুকুও থাকে না,
ওই এক শব্দের মন্তব্য করতে কবিতা পাঠ তো সম্পূর্ণ নিষ্প্রয়োজন,
আদপে পুজোর থেকে উপাচার অনেক দামী, বিগ্রহ থাকলেই হল।।