STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Fantasy

3  

SUBHAM MONDAL

Classics Fantasy

অস্থাবর

অস্থাবর

1 min
222

ফিরবো আবার তোরই চোখে, ওই নীলেতে;

 বৃদ্ধসময় বুনবে সাঁকো উলকাটাতে 

আরও একবার পিজবে না হয় তুলাের হৃদয়।

ডিসেম্বরের বাতিলশহর ফায়ারপ্লেসে সেঁকছে

 সে ভুল দগদগে ঢেউ বছর শেষে নতজানু বরাবরই আমার অভয়।

স্থাবর-অস্থাবর যা আছে থাক সমর্পণে, 

উড়ছে আলাে ওই দেখা যায় ঈশান কোণে

 সহস্রবার ভাঙবাে পাহাড় ভোরই নামে।

মােমের শরীর ভুলবে সে তার পােড়া ক্ষত,

 ছুটবাে দুজন উজাড় হওয়া মেঘের মতাে;

 খসলাে বলে সেই তারাটা ভীষণ জেদি।

একটাই রাত জোনাক পােহায় অতিপ্রাচীন

 হাতের রেখায় বইছে নদী ভ্যালেন্টাইন ঝরে

 গিয়ে ধরবে কুঁড়ি জানুয়ারী।


Rate this content
Log in

Similar bengali poem from Classics