STORYMIRROR

Debiprasad Panja

Abstract

5.0  

Debiprasad Panja

Abstract

অসমাপ্ত রোদন

অসমাপ্ত রোদন

1 min
350


সময় চুঁইয়ে বিকেল নামে হলদে রঙচটা স্মৃতির প্রাচীরে,

এখানে আঁকা লাল বউ পরনে হলুদ পাড় বাহারি।

মাছরাঙার ডানার ক্লান্ত ঝাপটা, 

অতল তৃষ্ণার গভীর অভিশাপ;

এখানে দুটোই সমার্থক প্রগাঢ় মৌনতায়।


একই পরিধিতে জমাট সম্পর্কের শীতলতা,

আর প্রলম্বিত দিন।

হারিয়ে যাওয়া কুমোরটুলিতে খুঁজে নেওয়া

নিজের প্রেম প্রতিমা;

এই নিয়ে আজকের ইতিহাসও বিব্রত!


যোজন দুরত্ব তৈরিতেও অন্য আনন্দ, কেননা বায়বীয় প্রচ্ছায়ারা হাসে জীবন্ত লাশ জুড়ে।

প্রাচীন জন

পদের অলি গলিতে ভাঙনের পদচিহ্ন,

গোপন রোদন ইতির পথে,

ভালোবাসার গেরস্থালি তাই আজ চঞ্চল।


নির্ঘুম রাতে পুনর্জন্মের খোঁজে বেরিয়েছিল যারা,

শুকতারার সাথে যুদ্ধে তারা পরাভূত,

মহাশূন্যে তাই আজ অকাল হোলি।

আবার কেউ রঙ মাখবে; আবার নতুন ছকে

অঙ্ক কষা হবে ইঞ্চি গ্রাফে।

বড্ড দেখতে ইচ্ছে করছে সেই আয়নাটায়।


ধূলো মাখা মুকুরে এ কার প্রতিচ্ছবি!

ইতিহাস ভেদি শান্তির সাহারায় কোন একাকী পথিক,

ফেলে আসা অসমাপ্ত রোদনের মেয়াদউত্তীর্ন চুক্তি হাতে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract