অপ্রকাশিত শপথ
অপ্রকাশিত শপথ
কিছু মনোবাসনার অধ্যায় অপ্রকাশিত থেকে গেল,
মীমাংসার সীমান্তে বিকশিত হয়নি চলতি বছরে;
ইচ্ছেরা আলোয় পরিস্ফুট হলো না সময়সূচির খাতায়,
ঐকান্তিক মনোবাঞ্ছার বাতাস বইয়ে দিতে চাই আগামীর খিড়কিতে -
একটাই রেজোলিউশন, নিরন্ন পীড়িত মানুষের পাশে দাঁড়ানো,
আবেশিত মনে দুঃখের বাতায়নের সাথী হওয়ার ছাড়পত্রের স্থায়ীকরণ;
দ্বিধা-দ্বন্দ্বকে সরিয়ে অভাবী মানুষের সান্নিধ্যে নিজেকে পাল্টানো;
উচিত-অনুচিতের দূরত্ব কমিয়ে ক্ষুধাক্লিষ্ট মানুষের মুখে হাসি ফোটানো।
হয়তো কিছুই হবে না এই উদ্যোগে;
মেঘপিওনের ডানায় না ভেসে বাস্তবের শপথ গ্রহণ করতে ক্ষতি কী??