অপেক্ষা
অপেক্ষা
তুমি চলে গেলে
আর ফিরলে না,
কথা দিয়েছিলে
দেখা হবে....
তাই, নয়ন জোড়া কেবলই
পথ পানে চায়
তোমারই অপেক্ষায়।
তুমি শিখিয়েছিলে,
কর্ম কে প্রাধান্য দিতে।
বলেছিলে, শিক্ষার প্রকৃত ধর্ম
জ্ঞান অর্জনের পাশে
তার বিস্তারের গুরুত্ব।
আজ তোমার দেখানো পথে
চলেছি বহুদূর।
তাই যা কিছু প্রাপ্তি
তোমায় দিলাম
তুমি নেবে তো ???
কারন, আমি যে আজ ও "অপেক্ষারত"।
দিন যায়, রাত যায়
সময়ের কাটা
কেবলই দৌড়ায়।
তোমার কথা রাখতেই
এগিয়ে গিয়েছি
আরো অনেকটা পথ...
বিশ্বাস করো, ফিরে
তাকায়নি আর।
তবু ও কেন, ফুঁটে ওঠে
মন খারাপের আঙিনায়
তোমারই অবয়ব
বারে বার, বারে বার।
জানো তো , পৃথিবীটা বড়ই ক্ষুদ্র
তাই একদিন ঠিক
দেখা হবেই।
ভিড়ের মাঝে, আমি ও
ঠিক, চিনে তোমাকে নেবই।
না না, তোমার মাখা সুগন্ধি তে নয়
বরং তোমার গায়ের ঘ্রানে
আসলে কি বলোতো
নাকটা আমার চিরকালই
বড্ড বেশী সক্রিয় তো।
সেদিন আবার
বলোনা যেন "কেমন আছো" ???
কারন মনটা যে আমার
বড়ই মর্মাহত
তাই আমি আজ ও "প্রতীক্ষারত"।