অন্য শ্রাবণ
অন্য শ্রাবণ
এই শহর যতবার ভেজে শ্রাবণ ধারায়,
ফেসবুকে ঝড় ওঠে কবিতার;
আমিও লিখি, সিক্ত আবেগ আমার মনেও প্রেম আনে।
আমার আছে বলতে একটা বাড়ি,
নেই বলতে পেটে তুমুল ক্ষিদে;
তাই আমি লিখে চলে যাই।
আমার দোতালা বাড়িতে আমার নিজের একটা ঘর আছে, ঘর নয়,ওটা আমার জগৎ।
ডায়েরি খোলাই রাখা থাকে টেবিলে;
এই জগৎে আমি সৎ, যা আসে মনে তাকে দিই ভাষা ।
আমার এই একলা ঘর আমার বাস্তব,
তবে বাস্তবটা শুধু এই একলা ঘর নয়;
একশ কোটি মানুষের বাস্তবটা আসলে
খুব রুক্ষ,
আমি চলার পথে হাজার হাজার ভারতবাসী দেখি,
ওরা শুয়ে আছে এই ভারতেই;
কিন্তু এটা আমার ভারত নয়।
মন উদাস হয় কিছুক্ষণ, বাড়ি ফিরি ভারী মনে।
তারপর হঠাৎ সন্ধ্যেবেলা
নামে আবার ঝড়, সাথে হাওয়া।
আমার হৃদয় আবার ভেজে
আমি কবিতা লিখি প্রেমের।
ভুলে যাই, এই বৃষ্টি শুধু মন নয়
ভেজাচ্ছে আমার একলা ঘরের বাইরের ভারতবাসীদেরও ওই ভারতে আছে বলতে অনাহার,
নেই বলতে একটা ছাদ।
ওই ভারতটাই বাস্তব,আর ওই বাস্তব নিয়েই ভারত।