STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Others

3  

Bidyut chakraborty

Inspirational Others

::অন‍্য বসন্ত::

::অন‍্য বসন্ত::

1 min
438

আগুন হয়ে ফাগুন এলো দ্বারে

ফাগের দাগ লাগল মনের ঘরে।

গাছপালা উঠলো সবুজ পাতায় ভরে

যৌবনের ছোঁয়া লাগল জগৎ জুড়ে।


কিন্তু জীর্ণ গাছটা দাঁড়িয়ে আছে দূরে

শানবাঁধানো রাজপথে একপায়ে ভর করে।

সংগ্রাম করছে নিজেকে টিকিয়ে রাখার

কঠিন মাটির গভীরে শিকড় ছেড়ে।

বসন্তের ছোঁয়া লাগল ওর দেহে

ফুল ফোটানোর চেষ্টা ব‍্যর্থ হয়ে।


বেকার ছেলেটার বয়স যাচ্ছে বেড়ে

গত বসন্তে প্রেমিকা গেছে ছেড়ে

জানেনা কত বসন্ত কাটবে চাকরির

লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে।

ওর জীবনেও বসন্ত আসে কালের হাত ধরে

নিঃশব্দে চলে যায় নিষ্ফল বসন্ত সকল শূন্য করে।


আইবুড়ো কালো মেয়েটার গায়ে

কোথা থেকে প্রজাপতি এসে বসে

শূন্য হৃদয় আকাঙ্ক্ষায় ওঠে ভরে

অন‍্যদের মতো ওর ও সংসার হবে তবে!


ও পাড়াতে বসন্ত আসে পূর্ণতা নিয়ে

এ পাড়াতে বসন্ত আসে শুধুই শূন্য হাতে

রুক্ষ শুষ্ক এদের জীবনে পারে না বসন্ত 

ঋতুরাজ হয়ে ফুল ফোটাতে।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational