STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

অনুতাপ

অনুতাপ

1 min
216


ভুমিষ্ট হয়ে চোখটি খুলেই তোমার দেখা পাই,

সার্থক মোর জনম মা গো তোমার করুণায়। 

দাঁতে দাঁত চেপে, কষ্ট সয়ে, ধরণীর আলো মাঝে, 

লালন করেছো, স্বপ্ন দিয়েছো, প্রতিষ্ঠা পাই সমাজে।

আজ যে আমি মানুষ হয়েছি, শিক্ষার করি বড়াই;

সবই তোমার নিষ্ঠার ফল, সহ্যের সাথে লড়াই।

চলার পথটি মসৃন করেছো,পাছে পিছলে পড়ি; 

সময়ের কাজ সময়ে করেছো, হাতটি রেখেছো ধরি।

আপন কষ্টে আমল দাও নি, সয়েছো মুখটি বুজে;

হতভাগা আমি,বুঝিতে চাহিনি,তোমার দুঃখ কি যে।

সদা হাসিমুখে মেনেই নিয়েছো যখন করেছি ভুল,

তোমায় বোঝার চেষ্টা করিনি, রয়েছিনু মশগুল।

আজ দেখো তুমি বৃদ্ধা হয়েছো,কষ্ট বেড়েছে আরো;

উদাসীন আমি তোমার ব্যাপারে, নিজেকেই ভাবি বড়।

শক্তি তোমার কমে গেছে কতো, কমেছে মনের বল;

তথাপি সদাই কামনা করেছো সন্তানের মঙ্গল।

জীবনে কখনো আমায় তুমি ভাবনি তোমার বোঝা,

আজ দেখো আমি নিষ্ঠূর কতো, নিজেকে রাখিনি সোজা।

মন গেছে বেঁকে, কটু কথা বলি, সংসারে কেনো তুমি,

তোমার জন্য বরাদ্দ করেছি বৃদ্ধাবাসের ভূমি। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational