The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Nandita Pal

Abstract Romance

3.8  

Nandita Pal

Abstract Romance

অন্তর মন

অন্তর মন

1 min
308


সে মনের খোঁজ পাইনি অনেকদিন


           যে মন আমায় ভাবায়

           আমায় উড়িয়ে নেয় সুদূরে

           আমার ভাবনাগুলোকে গোছায়,

           যে মন আমায় মানুষ করে।


সে মনের খোঁজ পাইনি অনেকদিন


           এ মনের পথ চলা খেয়ালী

           ঠিকানা বদলায় অহরহ

           ভাবুক এ মন, অগোছালী

           ভীষণ নরম, কখনও দুর্বিসহ।


সে মনের খোঁজে নিজেই খুঁজি বহুদিন


           নদীর চলার বিন্যাসে এ মন     

           কখন ও কাঞ্চঞ্জঙ্ঘার চূড়ায়

           হাসি কান্না ছাড়িয়ে হয়তো অভিমান

           বুঝতে তারে দিন ফুরায়।


এ মনের অনেক রূপে মজেছে আমার মন


           খুঁজেছি উত্তর কেন এসেছি

           কি ভাবেই বা পাবো তারে

           এ মনে ডুব দিয়েছি

           বিস্ময়ে মন গিয়েছে ভরে


তবু সে মনের খোঁজ পাইনি অনেকদিন


           মনের ভিতর সে অন্তর মন

           নায়েগ্রার জলের প্রাসাদ দিয়ে ঢাকা     

           তার জন্যে আমার মন উচাটন

           তখন হবে তাঁর সাথে আমার ছবি আঁকা।


এ মনের খোঁজে চল রে পাগল মন ।

পাবো তারে তবেই জীবন উত্তরণ ।


Rate this content
Log in