অন্তহীন তুমি
অন্তহীন তুমি
হয়তো কোনো একদিন
কোনো এক মধ্যরাতের ব্যস্ত শহরে
এই পৃথিবী ছেড়ে চলে যাবো
তুমি হয়তো সেদিনও জানতে পারবে না
আমি কেমন ছিলাম কিংবা আছি।
আমি কারো কাছে তোমার ঠিকানা দিয়ে যাবো না
তবুও তুমি একদিন ঠিকই জানতে পারবে
জানতে পারবে তোমার জন্য উৎসর্গ করে লেখা আমার
অনেক অনুভূতি মেশানো কথা,অভিমানের কথা, অভিশাপের কথা!
তোমাকে আজও ভালোবাসি এটাই হয়তো অভিশাপ, এটা তুমি ভাবতেই পারো!
দুটো দেশের মানচিত্রের সীমান্তে যেমন
একটা নিয়মে থাকে
ঠিক তেমনি ছিল আমাদের ভালোবাসা,
এক নিয়মেই বাঁধা ছিল,
হঠাৎ অনিয়মেই সব শেষ হয়ে গেলো।
তবুও মনের গহীনে সব পুষে রেখে
আজও লিখে যাই আমি
সব ফুরিয়ে গেলেও
হৃদয়ে আমার অন্তহীন তুমি।
কবিতা: অন্তহীন তুমি
লেখা: কামরান চৌধুরী
