STORYMIRROR

Kamran Chowdhury

Abstract

4  

Kamran Chowdhury

Abstract

অন্তহীন তুমি

অন্তহীন তুমি

1 min
332

হয়তো কোনো একদিন

কোনো এক মধ্যরাতের ব্যস্ত শহরে

এই পৃথিবী ছেড়ে চলে যাবো

তুমি হয়তো সেদিনও জানতে পারবে না

আমি কেমন ছিলাম কিংবা আছি।

আমি কারো কাছে তোমার ঠিকানা দিয়ে যাবো না

তবুও তুমি একদিন ঠিকই জানতে পারবে

জানতে পারবে তোমার জন্য উৎসর্গ করে লেখা আমার 

অনেক অনুভূতি মেশানো কথা,অভিমানের কথা, অভিশাপের কথা!

তোমাকে আজও ভালোবাসি এটাই হয়তো অভিশাপ, এটা তুমি ভাবতেই পারো! 

দুটো দেশের মানচিত্রের সীমান্তে যেমন

একটা নিয়মে থাকে

ঠিক তেমনি ছিল আমাদের ভালোবাসা,

এক নিয়মেই বাঁধা ছিল, 

হঠাৎ অনিয়মেই সব শেষ হয়ে গেলো।

তবুও মনের গহীনে সব পুষে রেখে

আজও লিখে যাই আমি

সব ফুরিয়ে গেলেও 

হৃদয়ে আমার অন্তহীন তুমি।


কবিতা: অন্তহীন তুমি

লেখা: কামরান চৌধুরী


Rate this content
Log in

Similar bengali poem from Abstract