অন্দরমহলের গল্প
অন্দরমহলের গল্প
আগের সময় রাজা ছিলো
বিশাল বড় রাজ্য,
প্রজা,সভা নিয়ে ছিলো তার
বিশাল সম্রাজ্য।
চলতো জীবন রাজার
আনন্দে ডুবে,
চলতো রাজারা এদিক সেদিক
কতোনা হুবে।
যখন তাদের সময় হতো
নাওয়া খাওয়া সেরে,
নাচ গানে মেতে উঠতো
অন্দরমহল ভরে।
এখন এযুগে নেই রাজা তাই
সাধারণ রাই অল্প,
নিত্য কাজ সেরে শুরু করে
অন্দরমহলের গল্প।
