অন্ধকারে
অন্ধকারে


খানিকটা দূরেই সব ছেড়ে গেছে,
কিছুটা সময় কিছুটা অসময়ে,
নিয়নের বাতিরা ক্লান্ত আজ,
আকাশের নিচে নেমে এসেছে
অপারগ কিছুটা গল্প,
সেখানে সবাই আর কিছুটা আমি।
এখানে ,
আজ শুধু গল্প নয়, গভীরে গভীরতাও খুঁজে পাই!!
খানিকটা দূরেই সব ছেড়ে গেছে,
কিছুটা সময় কিছুটা অসময়ে,
নিয়নের বাতিরা ক্লান্ত আজ,
আকাশের নিচে নেমে এসেছে
অপারগ কিছুটা গল্প,
সেখানে সবাই আর কিছুটা আমি।
এখানে ,
আজ শুধু গল্প নয়, গভীরে গভীরতাও খুঁজে পাই!!