অন্ধকারে স্নান করে নেবার আগে
অন্ধকারে স্নান করে নেবার আগে
মাঠান ছাড়িয়ে প্রিয়ে, ওই দূর জলটুঙি
আধূত আঙুলখানি!
আর একটু চলো, মিশে যাবে পাকল ঠোঁট
হেলেন , শ্রান্তনী ।
দরকাচা আলো, বাথান ফিরেছে আম্রপালী
শব্দ আলোলিকা !
চোষ্য রূপকথা প্রিয়েকালো ডালপালা অণুব্রজন
বকুলপক্ষের রাকা।