অমাবস্যা ৩
অমাবস্যা ৩


মুখ ঢেকে রাখবে, নাকি খুলে দেবে
সমস্ত সকাল, দুপুর রাত্রি,
এক এক করে ভালোবাসবে
জড়িয়ে ধরবে,
শুধু কানে কানে কথা বলবে না
বলবে না এখানে রাত্রি গভীর
ঠিক যেমন ভাবে চাঁদ
একটাও কথা বলে না গভীর অমাবস্যায় ।।
মুখ ঢেকে রাখবে, নাকি খুলে দেবে
সমস্ত সকাল, দুপুর রাত্রি,
এক এক করে ভালোবাসবে
জড়িয়ে ধরবে,
শুধু কানে কানে কথা বলবে না
বলবে না এখানে রাত্রি গভীর
ঠিক যেমন ভাবে চাঁদ
একটাও কথা বলে না গভীর অমাবস্যায় ।।