অমাবস্যা - ১
অমাবস্যা - ১
রূপোলি চাঁদকে নিংড়ে খায় এক ক্রমবর্ধমান অসুখ,
ক্রমশ সে আপন বলয়ের অস্তিত্বটুকু ফেলে হারিয়ে,
অহমিকার তেজে মাত্রাহীন দাপটের উন্মত্ত প্যারেড!
মিশকালো অন্ধকারে খেলা করে স্বার্থান্বেষী আমিত্ব,
ভালোবাসার পরিমাপ সময়ের মূল্যায়নে অধোগামী;
ঠুনকো আত্মগরিমা, স্বঘোষিত গৌরব টিকবে ক'দিন?
অবশ্যম্ভাবী পরিণতি, মিশতে হবে ঘোর অমানিশায়।