STORYMIRROR

Chandrane Das

Abstract Tragedy Action

3  

Chandrane Das

Abstract Tragedy Action

অদৃষ্ট

অদৃষ্ট

1 min
274

স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই রয়,

বাস্তবের তুলির টানে

ক্যানভাসে আঁকা রঙের সারি ও

কখন যেন হারিয়ে যায়,

 হয়ে যায়

বর্নহীন , বেমানান।  


একই ভাবে

অদৃষ্টের অঙ্গুলি হেননে,

আমার জীবন সুতোয় ও

যখন পরে টান,

মনে হয় যেন

নাচছি আমি,

পুতুল নাচেরই মতো

অদৃশ্য কারোর, ঈশারায় ।


শত্রু আমার

যেই হোক,

ডরাই না আমি

যুদ্ধ করতে,

কিন্তু শত্রু যদি

হয় নিরাকার,

কার সনে আর

করব লড়াই,

করব কেমনে

সম্মুখ - সমর ?


তবু যদি

পাই আমি,

সুযোগ নামের

একটা বিশ্বাস,

ছারব না আর

হাঁকিয়ে দিতেে,

ছয়ে ছক্কা

বারে বার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract