অধঃপতন
অধঃপতন
অধঃপতন
মানিক চন্দ্র গোস্বামী
ছল চাতুরী, চাটুকারী,
অভিনয় তো শিখেছো বেশ,
বয়স তো তোমার অনেক হলো,
মাথার ওপর পক্ককেশ।
এই তো ছিলে অতি সাধারণ,
নম্র ছিল মুখের ভাষা,
সাপের নাকি পাঁচ পা দেখে
বদলে গেছে তোমার দশা।
ভদ্র ছিল আদব কায়দা,
গুণটি ছিল শিষ্টাচার,
কেউ কখনো আশাও করেনি
তোমার থেকে অবিচার।
গরিব লোকের কষ্ট দেখে
ভাসতো জলে তোমার চোখ,
আজ কেন তুমি এতো উদাসীন
যার যেমনই হচ্ছে, হোক।
গুরুজনে সম্মান দিতে,
দেখা হতেই নমস্কার,
কেমন করে বদলে গেলো
তোমার যত সংস্কার।
দুঃখে, শোকে তোমার ব্যথা
প্রকাশ পেতো সারাক্ষন,
উদারতার নজির রেখে
সমব্যথী হতো তোমার মন।
দুষ্টুরা বলে, হঠাৎ পেলে
সাতটি রাজার মস্ত ধন,
তাতেই নাকি ভালো মানুষের
আজকে এমন অধঃপতন।
নিজের আখের গুছিয়ে নিয়ে
অন্যের তরে ঘৃণার চোখ,
গরিব দেখো গরিব রয়েছে,
হতাশ হয়েছে দেশের লোক।
