Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Abstract Tragedy

3  

Manik Goswami

Abstract Tragedy

অভাবের তাড়নায়

অভাবের তাড়নায়

1 min
185



ধরণীর কোলে মাথা রেখে যে ঘুমিয়ে পড়েছে শিশু

ক্লান্তি মাখা দেহে,

নিদ্রাশক্তি মোহে,

শীর্ণমুখে শুষ্ক চিহ্ন রেখে গেছে ফোঁটা অশ্রু |

 

অঙ্গ ধূলিমাখা

মলিন কাপড়ে ঢাকা,

ছিন্ন বসনে উজ্জ্বলতায় প্রতিভাত তার রূপ;

ধরণী শিশুর রূপে

পেয়েছে উজল দীপে,

আপনার কোলে শিশুর ক্লান্তি ভুলিয়েছে অপরূপ |

 

রৌদ্র প্রভাব প্রখর হয়ে শিশুর ক্ষুদ্র অঙ্গে

তৃষ্না কাতর প্রাণে,

অভিশাপ বয়ে এনে;

সুখায়ে দিয়াছে নিষ্পাপ ফুল, বেদনা দিয়াছে সঙ্গে |

 

দিবস সূর্য সারাদিন ধরি আপনার যত শক্তি

ধরণীর বুকে ঢেলে,

যখন আঁধার কোলে

হারিয়ে গিয়েছে, সন্ধ্যার তরে রেখে গিয়ে নিজ ভক্তি |

 

দিনের শেষে সন্ধ্যাচ্ছায়ায় মধুর চাঁদের আলো

ছড়িয়ে পড়েছে মুখে,

পরম তৃপ্তি সুখে;

চাঁদের মুখে চাঁদের হাসি ভুলেছে আঁধার কালো |

 

প্রকৃতি আপন অনুভব বলে শীঘ্র দিবস শেষে

সন্ধ্যারে এনে টানি,

শান্তি সুধার বাণী

চন্দ্রলোকের মাধ্যম দিয়ে পাঠায় হৃদয় পাশে |

 

শেষের সে ঘুম ভাঙবে কি আর, হাসবে কি সে এসে,

অভাবের তাড়নায়

জীবন শক্তি হারায়,

প্রকৃতির কোলে নিষ্পাপ প্রাণ গিয়াছে যে আজ মিশে |

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract