অভাবের প্রতিশ্রুতি
অভাবের প্রতিশ্রুতি
প্রেমের সীমাহীন মেলা,
অভাবে মোর হৃদয় খেলা।
শূন্যে পূর্ণ স্পর্শ মন্দ,
অসম্ভাব্য হয়ে যায় আমি।
পানির মতন নদী বেয়ে,
অভাবে প্রাণে মানুষ নিয়ে।
প্রতিবিম্বিত রঙিন চোখে,
অমৃত বুঝি, মধুর আলিঙ্গনে।
অভাব বৃষ্টির মতন বৃষ্টি,
পৃথিবী শুধু একটি নিষ্ঠুর সৃষ্টি।
কিন্তু আসবে সময় একদিন,
পূরণ হবে অভাবের প্রতিশ্রুতি।
