আড়ম্বরহীন শপথ
আড়ম্বরহীন শপথ


বছর ঘুরে সাক্ষী থাকে ফেলে আসা প্রতিটা দিন,
কিছু ইচ্ছে পূরণ, কিছু মনোবাঞ্ছা ঘুমিয়ে অন্তরেই,
স্বপ্নভঙ্গের ক্ষত আর অপ্রত্যাশিত প্রাপ্তির আনন্দ,
মুহূর্তরা ফুরিয়েও অনুভূতির রেশটুকু রয়ে যায়...
আগামীর হাত ছুঁয়ে এভাবেই কত কিছু বদলায়!
স্মৃতিকথাদের ভিড়ে হৃদয়ঘরে নতুনের আবাহন -
মনে মনে নেওয়া আগামীর অলিখিত কিছু শপথ,
অপূর্ণ সংকল্প পূরণের আশা নিয়ে নব অঙ্গীকার,
রেজোলিউশন তো আসলে কয়েকটা ইলিউশন!
নতুন-পুরোনো সবই অভ্যেস, বিভেদ আপেক্ষিক,
মনের গভীরে বেঁচে থাক ইচ্ছেরা অন্তহীন প্রহরে,
অভিমান আশকারা পাক শুধুই একমুঠো প্রশ্রয়ে;
ভালো রেখে ভালো থাকতে চাওয়াটুকুই বাসনা,
মান আর হুঁশের সমন্বয়ে সুন্দর মনটা নিয়ে চলা,
হাতটা বাড়িয়ে মানুষ হয়ে মানুষের পাশে থাকা,
দৃঢ় চেতনায় আত্মবিশ্বাসী পদক্ষেপে এগিয়ে চলা -
দূষণহীন পরিবেশ গঠনে নিজের ভূমিকা পালন,
সুস্থ সংস্কৃতির পথে হেঁটে সচেতনতার বার্তা প্রচার,
মূল্যবোধের প্রতিধ্বনিতেই মানবিকতার অনুরণন;
সরলরৈখিক পথে শুভ সূচনার অদৃশ্য আদেশনামা,
নিজেকে দেওয়া নিজের কিছু প্রতিশ্রুতির সমন্বয়;
অলীক ফানুস তো আকাশে ওড়ানো নিষ্প্রয়োজন,
রেজোলিউশন, আড়ম্বরহীন শপথের হোক বাস্তবায়ন।