আমি এক খাঁচার পাখি
আমি এক খাঁচার পাখি
আমি এক খাঁচার পাখি
আমারও আছে কিছু স্বপ্ন,
সেই আশা ও দুরাশার মধ্যে থেকে
এক স্বপ্ন দেখেছি
চাই সেটা পূর্ণ হোক,
তখন আমি গর্বিত ভাবে বলতে পারি
এই যে আমার আশা
এই যে আমার স্বপ্ন
কিন্তু হয়না কারন আমি এক খাঁচার পাখি।
মনে হয় কবে এই বন্ধন খুলবে
তখন আমি খোলা আকাশের নিচে স্বপ্ন পূরণ করবো
ইচ্ছা হলেও তো পারিনা,
পারিনা নতুন কিছু করতে
মনে হয় এ জীবন ব্যর্থ,
নেই কোনো স্বাধীন মনোভাব
নেই কোনো আশা
তাই সব দুঃখ ভুলে ভাবি
আসবে শুভ দিন আমার জীবনে।