একটি খোলা চিঠি
একটি খোলা চিঠি
একটি চিঠির উদ্দেশ্য
লিখিয়াছি তোমায়,
ওহ আমার মনের মানুষ
কবে আসিয়াছো তুমি।
আছে এত দুঃখ দিয়েছো বেদনা
কবে আসিয়াছো তুমি আমার জীবনে।
মন হইয়াছে দুঃখ
চোখ হইয়াছে জলে কাতর,
কবে আসবে তুমি
আমার জীবনে,
থাকলে কোনো বাঁধা
অতিক্রম করে তাহাকে
তাড়াতাড়ি করিয়া চলিয়া এসো
ন্যায় তরণী করে।
চিঠিকে উদ্দেশ্য করিয়া
মনে রেখো আমাকে,
নদী পার করিয়া এসো
দেখিবে দাঁড়িয়েছি আমি,
তুমি আসিলে মন হবে খুশি
দুর হবে দুঃখ হবে দুর বেদনা
চলিয়া এসো তুমি
আমার জীবনে।
তোমার ছাড়া
মন হইয়াছে ব্যর্থ
চলিয়া এসো তুমি
একদা আমার জীবনে।

