STORYMIRROR

Baishakhi Biswas Debnath

Tragedy Others

3  

Baishakhi Biswas Debnath

Tragedy Others

আমার রূপ

আমার রূপ

1 min
361

আমি-"কি হবে সত্যি বলে?"

রূপ-"কেন??শুনবো তো বলেছি।আমি কি গেছি চলে!!"

আমি-'না!!তা হয়তো যাওনি!কিন্তু!!

রূপ-'কিন্তু কি!!"

আমি-"আমার যে অনেক কথা বলার আছে বাকি!'

রূপ-"বলোনা!শুনবো বলেই তো আছি বসে!"

আমি-"আচ্ছা!!আমি পারবো এই এত বড় আকাশে নিজেকে তুলে ধরতে!!বয়স বাড়ছে দিনদিন।পারবো কি করতে?"

রূপ-"কেন পারবেনা আমি তো আছি!"

আমি-"হুমম...সেটা ভেবেই বেঁচে আছি।ঝরে গেছে সব পাঁপড়ি,বাকি আছে টা কি!!"

রূপ-"পাঁপড়ি না থাকলেও আমি আছি।সেটাই বা কম কি!তুমি গোলাপ নামই যথেষ্ট।কল্পনায় তুমি সবসময় চির নতুন....১৬ আনা খাঁটি!"

আমি-"কিন্তু ওই যে মাটি!!ওখানেই তো সব মিলেমিশে একাকার!"

রূপ-"ছাড়ো না!তোমার আমার মাঝে বিচ্ছেদ অনাটা কি খুব দরকার!"

আমি-"দরকার আছে বৈ;কি!খুব আছে!!"

রূপ-"কেন ভাবছো?ওই দেখো তোমার ঠিক কাছে;ছোট্ট একটা কুঁড়ি জন্মেছে!হয়তো ২-৩দিনের মধ্যেই ফুটবে ওর রূপ!!'

আমি-"বলোনা!কেন করলে চুপ!'

রূপ-'যুগে যুগে তুমি আমার ছিলে,বার বার শুকিয়ে ঝড়ে গেলেও....জন্মাবো ২জনে মিলে!"

আমি-"তাই!!রূপ ছাড়া গোলাপ এর কি চলে!!সে কালো হোক বা সাদা!রূপেই সবাই যায় ভুলে!"

রূপ-"কেন??তোমার কি নেই নিজের উপর ভরসা!"

আমি-'মোটেই না চারদিকে তো দেখি!মানুষ রূপের পিছনেই ছোটে!!"

রূপ-'বটে!!সে তো মানুষের সৃষ্টি।গোলাপ আছে বলেই আছে রূপ!!এটুকুই যথেষ্ট সবাইকে করাতে চুপ!"

আমি-" পারবে তুমি কখনো বোঝাতে!!"

রূপ-"পারবো!!যেদিন তুমি ফুটবে প্রকৃতি মায়ের কোলে।মানুষেরা নিজেদের চাহিদা মেটাতে তোমায় বাধ্য করবে না ফুটতে।ষড় ঋতুর আবর্তনে,তুমি ফুটবে নিজের ছন্দে।সেদিন পারবো বোঝাতে সবাইকে তোমার মাঝেই ...ভরিয়ে দেবো বাতাস রূপ-রস-গন্ধে।"



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy