অনুভূতি
অনুভূতি
হাসি-কান্নার মিথ্যে অভিনয়ে ভিড়ছে মুখোশধারী প্রান্তর।
অস্তিত্বের মেলায় মিথ্যে অনুভূতি গুলো ক্রমশ ঘিরেছে অন্তর......
দক্ষ, ভ্রান্তির মায়াজালে জড়িয়ে;বিরহের চক্রব্যূহে আটকে স্মৃতিকক্ষ....
আবেগের জলোচ্ছ্বাসে আজ ভাটার টান; তাই ছুঁচ্ছে সুখের স্মৃতির বক্ষ........।
একেকটা রাত বড় অবসাদ,
পাশ ফিরে দেখি চিলেকোঠা ছাদ।
চোখ মেলে দেখি ভোর হল নাকি?
মনে মনে কত কবিতা যে লিখি!
সব কিছু মূলে তোর কথা,
ছুঁলে কত গান ঝরে পড়ে ,
সুখে বলি বলি করে
আর বলা হয় নাই রে!!!....

