STORYMIRROR

Baishakhi Biswas Debnath

Fantasy Inspirational Children

3  

Baishakhi Biswas Debnath

Fantasy Inspirational Children

আমার লক্ষী মা

আমার লক্ষী মা

1 min
582


মেয়ে মানেই ঘরের লক্ষী,আগলে রাখি যাকে,

সারাদিন নানান খেলায়-বাড়ি মাতিয়ে রাখে।


ঐ আকাশের শশী তুই!জ্যোৎস্না রাতের পরী.....

আমার চোখের মণি,তোর হাসির পাগল আমি।

আমার সোনা মেয়ে তুই!


বিকেল বেলার শীতল বাতাস!বর্ষা কালের বৃষ্টি !

শরৎ কালের শিউলি ফুল,ওই বিধাতার সৃষ্টি।

বসন্তের ঐ কোকিল তুই!আমার ভোরের পাখি !

স্বপ্ন পূরণের সাথী তুই,তোর চোখেই অধরা ইচ্ছে রাখি।

আমার সোনা মেয়ে তুই! 


গোলাপ ফুলের সুভাস আর মন মাতানো গান..

রাত জাগা ঐ জোনাকী ,আমার প্রাণ...

আমার সোনা মেয়ে...আমার মা.....



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy