আমার পৃথিবী
আমার পৃথিবী


চাঁদ ছিল নিবিড় ঘুমে অনেক দূরের আকাশের মেঘবালিসে
নাচছিল গাছের সমস্ত পাতা বাতাসে
স্বপ্ন দেখার মতো এক সাথে।
গল্প কথার অঙ্কুরে
চাঁদের দ্যুতি অনুভূতির সলতের মুখে
চোখের নিমিষে হারিয়ে যাওয়ার সুখেআঙুলে আঙুল রেখে
স্পর্শে সুবাস মেখে
বুকের ভেতর এক অনন্য পৃথিবী।