আমার কবি নজরুল
আমার কবি নজরুল

1 min

234
বাংলাদেশের জাতীয় কবি
যাঁর নাম নজরুল,
কলম তাঁর অগ্নিবীনা,
দেশবাসীর 'বুলবুল'।
সাম্যবাদের গান শিখিয়েছ তুমি,
পরায়ে 'শিউলি' মালা,
জীবন পথের বিদ্রোহী হয়ে
সহেছো 'মৃত্যুজ্বালা'।
মনের আকাশে 'ধুমকেতু' তুমি
নয়তো 'লক্ষীছাড়া'
দিয়ে অগনিত রয়ে গেছে তবু
জগতে 'সর্বহারা'।
প্রেমহীন মনে জাগিয়েছো প্রেম,
দিয়ে খোঁপার ফুল,
গভীর রাতে নার্গিস বনে,
প্রিয়াকে খুঁজে করেছিলে কি ভুল?
তুমি বেদুইন, চেঙ্গিস তুমি,
পাষাণ ভেদী তুমি বিদ্রোহী
ঝড়-ঝঞ্ঝায় আলোকবর্তী,
সন্ন্যাসী তুমি সুর আরোহী।
না জানি তোমার পুজার মন্ত্র,
শেখা নেই কোনো উপাচার
গহন মনের প্রেমটুকু দিয়ে,
তব চরণে মম নমষ্কার।