সারাদিন রিমঝিম
সারাদিন রিমঝিম


আজ সকালের বাদলধারা করেছে এই পণ,
ঝিরঝির তার বারিধারায় ভেজাবে তোমার মন l
মেঘলা আকাশ, সিক্ত বাতাস, উদাস করা গান,
দরবারি বা খাম্বাজ নয়, শোনায়, বৃষ্টিধারার তান l
কালো মেঘের চাদর মুড়ে দেখা দিলো ভোর রাতে,
মনখারাপের ছোঁয়া দিলো সারাদিনের ভাবনাতে l
বৃষ্টি ফোঁটা পাতায় পাতায় আঁকে যে জলছবি,
বাউল বাতাস দোলায় শাখা, সে যেন আজ কবি l
সকাল থেকে সাঁঝের বেলায়, তার, এই যে আসা-যাওয়া,
আগামীদিনে আনবেই ঠিক সবুজ প্রাণের ছোঁয়া ll