ক্ষতবিক্ষত
ক্ষতবিক্ষত
কতটা যন্ত্রণা পেলে বলা যায়,
বন্ধু, তোমাকে ভালোবাসি,
জানা নেই.....
কতটা রক্তপাত ঘটলে বলা যায়,
আমি আঘাত পেয়েছি,
শোনা নেই.....
হৎযন্ত্রে অবিরাম চাবুকের আঘাত
এ চলার শেষ নেই....
কতটা বিদ্রুপ করলে ভাঙা যায় স্বপ্ন,
ভাষা নেই.....
কৌশলে কি করে আড়াল করা যায়
চোখের নোনতা জল
শেখা নেই.....
অবহেলায় কি ভাবে টুকরো করতে হয়
জমানো প্রতিশ্রুতি
সাহস নেই।
আজ আমার নেই কিছু, তাই বুঝি
শুধু স্মৃতির আনাগোনা পিছুপিছু
দেখাতে পারিনি আমার ক্ষতবিক্ষত মন
ফিরবে তুমি এ আশায় ছিলাম প্রতিক্ষন
চাওনি ভাঙতে দুজনের মাঝের নিরবতা
মিথ্যে ছিলো সেই আশ্বাসের রঙিন কথকথা
আজ দুজনের পথ দুটি গেছে বেঁকে
বিদায় কালে ভাঙা মনটুকু গেলে রেখে
কেমন করে ভুলবো সেসব স্মৃতি
ভাঙা মন জোড়া দেবার আছে কি কোনো নীতি?