STORYMIRROR

Anay 49XV1XXA

Abstract Others

2  

Anay 49XV1XXA

Abstract Others

আমার কাগজের এরোপ্লেন

আমার কাগজের এরোপ্লেন

1 min
284


আমার কাগজে বানানো এরোপ্লেন 

স্মৃতির আকাশে উড়িয়াছিলাম যবে 

শিখেছিলাম বাল্যকালে পাতার ভাঁজে ভাঁজে 

কাগজে মোড়া স্বপ্নগুলো পেয়েছিলাম তবে l


বাতাসে ভেসে ভেসে স্মৃতির আসমানে 

পেজা তুলো যেমন জলধর যেখানে 

উড়ে যায় উড়ে যায় সীমানা পেরিয়ে 

কত স্মৃতি আছে সেই কাগজে জড়িয়ে l


কাগজে মোড়া সেইসব খুশির মিছরি 

নানা রঙে উড়ে যেত ঐ আনন্দ তুবড়ি

উড়ে যেতাম যেমন ওতে চড়ে আজও 

তার স্মৃতি সফেন 

আজও যেন ভাসে অক্লেশে আকাশে আমার কাগজের এরোপ্লেন l


Rate this content
Log in

Similar bengali poem from Abstract