STORYMIRROR

Sila Bhattacharyya

Classics Others Children

3  

Sila Bhattacharyya

Classics Others Children

আমার ছোট ভাই

আমার ছোট ভাই

1 min
12.5K

আমার ছোট ভাই,

অন্ধকারে আলোর মতন

মিষ্টিকে দেখতে পাই।


মনের মধ্যে আশার আলো

দেখতে আমি পাই।

সাহস করে বলতে পারি,

আমার ছোট ভাই।


আমার আদর সবার আদর

উজাড় করে দিচ্ছি তাই।

মিষ্টি মুখের কথা শুনে,

অবাক হয়ে যাই।


ছোট ছোট পায়ে

ছুটতে যখন চায়,

হাঁপিয়ে উঠে আমিও তখন,

ছোট হয়ে যাই।


গল্প করে, গান করে,

খাবার যখন খাওয়াই,

দুচোখ ভরে উদাস নয়ণে,

অবাক হয়ে যাই।


এই তো আমার

ছোট সোনা ভাই।


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar bengali poem from Classics