STORYMIRROR

Bidyut chakraborty

Romance

3  

Bidyut chakraborty

Romance

::আমার ভালবাসার প্রকাশ::

::আমার ভালবাসার প্রকাশ::

1 min
472

আমার ভালোবাসার প্রকাশ ছিল ভিন্ন

যাকে মনে করেছ অগভীর

আসলে তার গভীরতা ছিল বেশি,অতলস্পর্শী।

অবশ্যই সেটা আমার মতো করে।

একসঙ্গে হয়তো সময় কাটাই কম,গল্প ও হয় অল্প

তবুও তোমাকে মনে পড়াতে ছিল না কোনো ফাঁকি

শত ব‍্যস্ততার মাঝেও মনে হয়েছে

কখন তোমার কাছে ছুটে আসি।

জানি হাসানোর বদলে কাঁদিয়েছি বেশি

সুখের চেয়ে দিয়েছি বেশি দুঃখ

তবুও জেনো তা ছিল না আমার অবহেলা

আসলে তা ছিল বোঝার ভুল

যা ছিল আমার নিখাদ ভালোবাসা।

আমার ভালোবাসায় জানি তুমি সুখী ন ও,

তবু পারব না তোমার মতো করে ভালোবাসতে।

জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত

তোমাকে ভালোবেসে যাব

শুধু আমার মতো করে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance