আকাশগঙ্গা/সুপ্রিয়া চক্রবর্ত্ত
আকাশগঙ্গা/সুপ্রিয়া চক্রবর্ত্ত
আমার সমস্ত হৃদয় জুড়ে তুই...
তোরই জন্য রেখে দিয়েছি, আকাশগঙ্গা
ভালোবাসাটা।
যার কোনো সীমা নেই,অনন্ত, অপার।
তোরই জন্য শঙ্কিত হই বার বার,
দুশ্চিন্তায় আহত হই,অযথাই হয়তো!
কিন্তু হৃদয়ের অভ্যন্তরে উথাল পাথাল?
তার তো থামা নেই,
কি ভীষণ শব্দ শুনতে পাই, আপন মনে,
যখন আমি একান্তে, একলা হই!
সেকি আমার পাগলামি! না ভালোবাসা
হারাবার ভয়? নাকি দুঃখ বিলাসিতা?
নিজেই তো বুঝিনা, হারাই বারে বারে,
ভাবনায়, অজান্তে, আপন মনে।
আর তুই ভালোবেসেও দূরে ঠেলিস
বারবার,, আমায় আঘাত করিস জেনেশুনে,
খুশি হস্,আমায় কষ্ট দিয়ে, মুচকি হাসিস্।
বুঝিস না আমার সবটা জুড়ে শুধু তুই।
বুঝবি যেদিন আর আমি কষ্ট পেতে পেতে,
তোর ধরা ছোঁয়ার অনেক অনেক দূরে
চলে যাবো,তোর দুচোখের এক সমুদ্র
নোনা জল ফেলেও,যখন আর আমায়
কিছুতেই, কোথাও পাবিনা.....
কিন্তু আমি তোর জন্য রেখে যাবো
আমার আকাশগঙ্গা ভালোবাসাটা...
ওটা আমার জন্ম জন্মান্তরে অমলিন
থাকবে, শুধু তোরই জন্য।