আকাশ তুমি
আকাশ তুমি
আকাশ তুমি আকাশ নও
আমার মনের অবয়ব,
তাই তো তুমি না বলাতেও
জানো আমার মনের কথা সব।
প্রথম প্রেমের সেই উদাস রাতে
ছিলে তো তুমি আমার সাথে,
আবার যখন ভালোবাসায়
দুটি মন একাকার
সাক্ষী তুমি আর কেউ নয়
সেই দুরন্ত ভালোবাসার।
আমার যত কষ্ট আছে
দেখি জ্বলছে তোমার তারা হয়ে,
আমার আনন্দ ঢেউ তোমার গায়ে
যাচ্ছে ভেসে জোছনা হয়ে।
উদাস যখন আমার মন
শুধু তোমার দিকেই
চেয়ে থাকি সারাক্ষণ,
আজ আমার পাশে আর কেউ নেই
আমি বড়ই একা,
ভাবনাগুলো মন ছুঁয়ে যায়
মনে পড়ে কত কথা।
যখন থাকবো না আর
এ ধরাতে
হবো তোমায় একাকার,
তোমার মাঝে আবার আমি
দেখা পাবো তার
