আজি দোল ফাগুনের দোল লেগেছে
আজি দোল ফাগুনের দোল লেগেছে
দোলা ভট্টাচার্য
ফাল্গুন এখনও আছে সেই আগেকারই মতো,
রক্তিম অনুরাগে এসেছে সে এবারেও যথাযথ।
উচ্ছ্বাস আজও আছে, তবু যেন কিছু ম্রিয়মান,
ফাল্গুনী ভোরে আজও কোকিল তুলেছে কুহুতান ।
গুনগুন ভ্রমরা এলো বুঝি আজ ওই গুঞ্জন তুলে,
মৌ মৌ মৌমাছি মত্ত হয়েছে ওই আমের মুকুলে,
অশোকে,শিমুলে আর জারুলের ডালে,দেখো লাগল যে দোল,
কনকচাঁপার বনে সুরে সুরে গানে গানে তোলে কারা নৃত্যের বোল!
ওগো, রঙের উৎসবে এসো না সামিল হই আজ,
থেকো না ঘরের কোণে, থাক পড়ে আজ সব কাজ।
মহুল ফুলের বনে দখিণা পবন ওই করে আনাগোনা,
এমন রঙিন দিনে বন্ধ ঘরেতে ওগো আর থেকো না ;
বকুলের মালা খানি এনেছি তোমার তরে প্রিয়,
আবিরে, গুলালে ওগো আমারে বরণ করে নিও।
দখিণা বাতাসে ঝরে শালের বীজ, তুমি নেবে?
ওগো, বিনিময়ে বলো তুমি কি আমারে দেবে?
কৃষ্ণচুড়াও দেখো জ্বেলেছে আগুন ওই নীল নীলিমায়,
পলাশ বনেতে এসো, মেতে উঠি আজ এই রঙের খেলায়।
রঙিন আবেশে যদি ঘনায় দু নয়নেতে ঘোর!
তবু, এমন রঙিন দিন বিফলে না কাটে প্রিয় মোর ॥

