আজ সব বিকৃত
আজ সব বিকৃত


কবি,অনম্বর খাতায় কোথায় ছুটেছো আজ?
কলানিধির কান্তি কি ধরা দেয় না তোমায়?
হে মাশুক, তোমার দিগঞ্চল কেন অন্ধকার!
কবি বলে, পড়েছি কহরে, নাই মুক্তি, নাই
অজুহাতে আজ নিছক স্বপ্ন
আজ ভাষায় মিশে গেছে অণৃত
আর কি লিখবো আশনা হয়ে!
আজবোজ হয়ে আজার আমি,
'মা' ডাকতে যে পাহে লজ্জা, ছুটে ভাষান্তরে
অনম্বরে আজ শুদ্ধ বাংলা নাই, বিকৃত ঘরে ঘরে