Fahad Hossain Fahim
Abstract Children Stories Others
এইতো নদীর জলে,
জলের প্রান্তরে।
মাছেরা এসে ভিড়ে।
পাখি সুমধুর তান ধরে,
জলের প্রান্তরে
সবুজ শেওলার সাথে
নদীর জল মিশে
গুল্ম লতার ভাব হয়,
নীলের সাগরে
জীবন বাঁচে
জলের গভীরে
জল প্রান্তরে।
বসন্তের মৃত ব...
জল প্রান্তরে
আজ সব বিকৃত
হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয় হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
আমাকে দেখুন আমাকে দেখুন
কালো বৌ কালো বৌ
ভাড়া ঘর ভাড়া ঘর
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি' রাত জাগে জলে ডোবা 'বাঁশকাঠি'
মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর মিছেমিছি কেন আঁকড়ে ধরো বালির আঁকা,তাশের ঘর
উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ উপসংহারের আগে অসম্পূর্ণ সনেটটির কটাক্ষ
বৌ আমার স্বপন করেছে বপন বৌ আমার স্বপন করেছে বপন
স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে... স্বপ্নে দেখেছিলাম তোমায় নৌকার মাঝি-রূপে...
প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা। প্রাপ্তি, আবার লড়তে চাওয়ার এক টুকরো মরীচিকা।
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...
কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে , কাদা মাখা পায়ে ঠেলা ফুটবলটা আজ মিটার ঘরে রাখা আছে ,