জল প্রান্তরে
জল প্রান্তরে


এইতো নদীর জলে,
জলের প্রান্তরে।
মাছেরা এসে ভিড়ে।
পাখি সুমধুর তান ধরে,
জলের প্রান্তরে
সবুজ শেওলার সাথে
নদীর জল মিশে
গুল্ম লতার ভাব হয়,
নীলের সাগরে
জলের প্রান্তরে
জীবন বাঁচে
জলের গভীরে
জল প্রান্তরে।
এইতো নদীর জলে,
জলের প্রান্তরে।
মাছেরা এসে ভিড়ে।
পাখি সুমধুর তান ধরে,
জলের প্রান্তরে
সবুজ শেওলার সাথে
নদীর জল মিশে
গুল্ম লতার ভাব হয়,
নীলের সাগরে
জলের প্রান্তরে
জীবন বাঁচে
জলের গভীরে
জল প্রান্তরে।