STORYMIRROR

Fahad Hossain Fahim

Crime Thriller Others

2  

Fahad Hossain Fahim

Crime Thriller Others

বসন্তের মৃত বাদুড়

বসন্তের মৃত বাদুড়

1 min
234

কবিতায় মোড়া অস্রুবিন্দুগুলো মুচড়ে যায় কিছু গাদাফুলের কালো পাপড়িতে।

কাফনের সাদা কাপড় আজ পড়তে হবে,মুড়তে হবে সরু চাদর, এই রাতের শীতে।

চোখের কালো রেখা থেকে রক্ত ঝরে,সিক্ত হবে, মায়া কান্নারা ফুপিয়ে উঠবে সংগীতে।

অযথা চেপে রাখা বায়নাগুলো আজ আকাশে উড়ে যাবে, রেখে দিয়ো তা তোমার হাতে।

রক্তরা খেলা করে, কাঁদে রাতের অঝোরে, বাদুড় তাল মিলায়ে,বিকট শব্দ করে।

আধারে কিছু প্রাণের বাদুড় হুমড়ি খেয়ে এসে,গাছের মগডাল থেকে যায় পরে মরে।


Rate this content
Log in

Similar bengali poem from Crime