STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

আজ জন্মদিনে....🎂

আজ জন্মদিনে....🎂

2 mins
275

অণু কবিতা #ডায়েরির পাতায়

মেয়ে , আজ জন্মদিনে, কেবলই                 জানতে খুবই ইচ্ছা করে ..                তোমার কোথায় বাড়ি ?     

বাতাসে উড়িয়ে লাল শাড়ি,

হয়তো দেবে তুমি দূর দেশেই পাড়ি,

তবু জানতে ইচ্ছে করে,

মেয়ে ,তোমার কোথায় বাড়ি ?

একলা দাঁড়ায়ে বকুল তলায়,

প্রভাতী মেঘ যখন বায়না ধরে

খুলে দিয়ে মনের দখিনা দ্বার -

ভাবনারা তখন যেন এলানো তার,

পুরানো সকল স্মৃতি নিয়ে, একাকী

বসে রই আনমনে ।

কোনো এক চৈত্র মাসের অবসানে

উদাসী হাওয়ার ভেসে আসা সুরে

পথ ভোলা পথিক যখন ফেরে ঘরে।

তখন খুবই জানতে ইচ্ছে করে               আজ জন্মদিনে ,

মেয়ে, তোমার কোথায় বাড়ি ?

কোনো এক আঁকাবাঁকা পথে

সবুজ বনের সমারোহে,

 বলবে তখন কবির মন,

সোনায় সোহাগা মেয়ের রূপ

কাজল বরণ মেয়ের চুল,

কৃষ্ণকলি আর কমললতাদের ভিড়ে

খুবই জানতে ইচ্ছে করে,

মেয়ে, তোমার কোথায় বাড়ি ?

জীবনানন্দের কবিতা বা রবিঠাকুরের 

শ্রীময়ীরা যখন আচ্ছন্ন করে মন,

 হাওয়ায় উড়ে যায় এলোমেলো

কিছু চুলের গোছা , মুঠোফোনে বাজতে 

থাকে রিং... বৃষ্টি আসি আসি করেও

আসে না , তখন শুধু দেখতে ইচ্ছে করে

অচেনা দুপুরগুলো তুমি কাটাও কী করে !      তখনই তোমার জন্মদিনে                কেবলই জানতে ইচ্ছে করে                 মেয়ে, তোমার কোথায় বাড়ি ?


(কলমে-পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract