আজ অমলের দিন
আজ অমলের দিন

1 min

614
ভাল লাগছে না
অমলের চোখে রোদ
অমলের বুকে হটাৎ নিখোঁজ জলাশয়
অমলের চুলে কাশফুল আঁকে ইতিহাস
অমলের মুখে কাটাকুটি আর সময়।
ভালোলাগছে না
অমলের চোখে অন্তবিহীন সিঁড়ি
অমলের ঘুমে পণ্যবোঝাই সার সার মালগাড়ি।
কবে যে কখন আকাশ হারালো অমল
অমলের গায়ে শহরের ধুলো, পেট্রোল ।
অমলের একা পোস্টম্যান দেখা দুপুর
শশব্যস্ত তামাকের ঘ্রাণে ভরপুর ।
অমলের ঠোঁটে কালো হয়ে ওঠে নিকোটিন
বদলে গিয়েছে আজ অমলের দিন ।