আজ অমলের দিন
আজ অমলের দিন


ভাল লাগছে না
অমলের চোখে রোদ
অমলের বুকে হটাৎ নিখোঁজ জলাশয়
অমলের চুলে কাশফুল আঁকে ইতিহাস
অমলের মুখে কাটাকুটি আর সময়।
ভালোলাগছে না
অমলের চোখে অন্তবিহীন সিঁড়ি
অমলের ঘুমে পণ্যবোঝাই সার সার মালগাড়ি।
কবে যে কখন আকাশ হারালো অমল
অমলের গায়ে শহরের ধুলো, পেট্রোল ।
অমলের একা পোস্টম্যান দেখা দুপুর
শশব্যস্ত তামাকের ঘ্রাণে ভরপুর ।
অমলের ঠোঁটে কালো হয়ে ওঠে নিকোটিন
বদলে গিয়েছে আজ অমলের দিন ।