STORYMIRROR

Debabrata Mukhopadhyay

Abstract

3  

Debabrata Mukhopadhyay

Abstract

আজ অমলের দিন

আজ অমলের দিন

1 min
614


ভাল লাগছে না

অমলের চোখে রোদ

অমলের বুকে হটাৎ নিখোঁজ জলাশয়

অমলের চুলে কাশফুল আঁকে ইতিহাস

অমলের মুখে কাটাকুটি আর সময়।


ভালোলাগছে না

অমলের চোখে অন্তবিহীন সিঁড়ি

অমলের ঘুমে পণ্যবোঝাই সার সার মালগাড়ি।


কবে যে কখন আকাশ হারালো অমল

অমলের গায়ে শহরের ধুলো, পেট্রোল ।


অমলের একা পোস্টম্যান দেখা দুপুর

শশব্যস্ত তামাকের ঘ্রাণে ভরপুর ।

অমলের ঠোঁটে কালো হয়ে ওঠে নিকোটিন

বদলে গিয়েছে আজ অমলের দিন ।


Rate this content
Log in