আগুন, জ্বলছে মানবতা
আগুন, জ্বলছে মানবতা


আগুন আগুন
বৃষ্টি বিলম্বিত উষর উলুবনে
জ্বলছে আগুনের অতৃপ্ত শিখা
অপরাহ্নের হেলে পড়া বিকালে
অভয়নগরে
লকলকে গলায়
গিলে খায়
পাটের আঁশ,
দূর্বাঘাস,
নন্দিত নিসর্গ
জলশূণ্য জমিনের কালোমাটি, কাদা
বিনাশমগ্ন আগুনের আক্রোশে ডুবে যায়
সুন্দরের বিন্যাস্ত ছায়া।
পুড়ে ছাই হয় ভাইয়ের হাত
আমার সনাতন বোনের আব্রু...
চারদিকে ছড়িয়ে পড়ে বিমর্ষ কলস্বর বৃষ্টি বিঘ্নিত প্রান্তর,
আগুনের অবিনাশী তান্ডবে সূর্য লুকায় মুখ
সর্বগ্রাসী থাবায় অসহায় জলের ধারা
আগুনের ধাবমান চঞ্চল স্রোতে ভেসে যায় জলের হোস পাইপ
কিছুতেই ফিরে যেতে চায় না আগুনেরা।
যেনো কতকাল অনাহারী অগ্নিদেবতা
গিলে খাবে অস্থিত্বের কোরক।
সন্ত্রাসে বিবর্ণ সমাজ
গিলে খাবে মানবতা।।