আগুন আর শীতবুড়ি
আগুন আর শীতবুড়ি
চারিদিক শীত শীত,
কুয়াশারা গায় গীত।
কাঁপুনি কাঁপুনি রাত,
লাগছে দেখ দাঁত।
একটু আগুন জ্বালাই,
হাতগুলি তাতে তাপাই।
মাগো,তোমাতে আমাতে মিলে
বসি আগুন জ্বেলে।
আহা,কী মজার ক্ষণ,
মাতছে প্রাণমন।
শীতবুড়ি তুই কই?
দেখ্,জুবুথুবু আর নই।