আবার বেলা বোস
আবার বেলা বোস


আজকে আমার চাকরির শেষদিনে
মিথ্যে আশা করে বসে বসে ছিলাম ।
কখন একবার মোবাইলটুকু বেজে উঠবে
এই ভেবে ভেবে দিনটা কাটিয়ে দিলাম ।
বুক বেঁধে শেষে চেনা নম্বরেই কল করে ,
প্রতীক্ষাতে রইলাম তুমি ফোন ধরবে ,
এতকাল ধরে এতকিছু পরে কথা হয় যদি
হোক না সে কথা , এবার তো তুমি কিছু বলবে ।
" হ্যাঁ এটাই ২৪৪-১১৩৯ ,
বেলা তো এখন এইখানে থাকে না ; "
ওপার থেকে ভেসে আসছে তোমার বাবার কন্ঠ
"বিয়ে করে বেলা যোগাযোগ রাখে না । "
হ্যালো ২৪৪-১১৩৯ ,
" বেলার নাকি বিয়ে কবে হয়ে গেছে ,
১১০০ এর দিনেও তো খুশ ছিলো বেলা
বলুন না কাকু , বলুন না সব মিথ্যে । "
চাকরি পাওয়ার পরে কফিহাউসে গিয়ে ,
কাটলেট খেতে মশগুল ছিলো বেলা বোস ;
আজকে যে এমন একাকী কাটাই
সেসব জানে না বেলা , এসব কি শুধু আমার দোষ ?
হায়দ্রাবাদেই ট্রান্সফার দিয়ে দিলো ,
বলেছিলাম তো সেসবকথা বেলাকে ;
মায়ের শরীর ভালো নেই বলে
রেজিস্ট্রিটা না সেরে বলে ,
" ফিরে এসে নিয়ে যেও আমাকে । "
" হ্যাঁ এটাই ২৪৪-১১৩৯ ,
বেলা তো এখন এইখানে থাকে না ; "
ওপার থেকে ভেসে আসছে তোমার বাবার কন্ঠ
"বিয়ে করে বেলা যোগাযোগ রাখে না । "
হ্যালো ২৪৪-১১৩৯ ,
" বেলার নাকি বিয়ে কবে হয়ে গেছে ,
১১০০ এর দিনেও তো খুশ ছিলো বেলা
বলুন না কাকু , বলুন না সব মিথ্যে । "
মায়ের মুখ চেয়ে নাকি বেলা
বসেছিলো বিয়ের পিঁড়িতে ;
স্বামী নাকি তাকে আড়াল করেছে
বাপের থেকে মুখ ফিরেছে ,
তাই বাবা বসে কাঁদেন সিঁড়িতে ।
আমাকে তো তুমি কিছুই বললে না গো ,
আমি তো জানি বেলা ঠিক আছে দেশে ,
অনেককাল তোমার লাইন খারাপ
ফোনটুকু তাই করতে পারিনি ,
আজকে হঠাৎ গেলে কেনো নিরুদ্দেশে ?
" হ্যাঁ এটাই ২৪৪-১১৩৯ ,
বেলা তো এখন এইখানে থাকে না ; "
ওপার থেকে ভেসে আসছে তোমার বাবার কন্ঠ
"বিয়ে করে বেলা যোগাযোগ রাখে না । "
হ্যালো ২৪৪-১১৩৯ ,
" বেলার নাকি বিয়ে কবে হয়ে গেছে ,
১১০০ এর দিনেও তো খুশ ছিলো বেলা
বলুন না কাকু , বলুন না সব মিথ্যে । "