ট্যাটু
ট্যাটু


ট্যাটু
বেশ কয়েকজন প্রতিবেশী পাড়ায় বসে নিন্দা করছিল চাটুজ্জে বাড়ির নতুন বৌমা মধুমিতার নামে ।
"আধুনিক হওয়া ভালো, অত্যাধুনিক নয় বাপু ।"
বৌ মানুষের হাতে শাখা-পলা মেহেন্দি, আলতা এসব মানায় বুঝেছ, ট্যাটু নয় ।
বেশ খানিকক্ষণ শান্ত মনে এসব কথা শোনার পর, মধুমিতা বলে উঠলো ; জেঠিমা আমরা মেয়েরা তো সবটুকুই উজাড় করে দিয়ে যাই এই সংসারে, নিজের সব ইচ্ছে কবর দিয়ে মেরে ফেলি সেই ছোটবেলা থেকে। এই একটাই শখ আমার বাঁচিয়ে রেখেছি নিজের সাথে। জেঠিমা পৃথিবীতে এসেছি একা, যাবো একা, সঙ্গে তো কিছুই নিয়ে যাব না, কিন্তু আমার হাতের এই ট্যাটুটা আমার চিতাতে আমার সাথে সাথেই জ্বলবে, আর আমি ভাববো এই ট্যাটুটা আমার সাথেই এ জগৎ সংসার ত্যাগ করলো ।