ট্রাপ
ট্রাপ
ফেবুতে অভ্র-র রিলেশনশিপ স্ট্যাটাস 'ইন এ রিলেশনশিপ' থেকে 'সিঙ্গেল' হতে যতোটা টাইম লাগে, তার থেকেও দ্রুত অভ্রকে ব্লক করে নেহা। এক বছরের একটা 'রিলেশন কাট' করতে এক মিনিটও লাগল না সোস্যাল মিডিয়াতে!
স্বল্পবসনা বার ডান্সারের মুখটা কেমন যেন ঝাপসা লাগে নেহার। ভিকি আরেকটা পেগ খালি করেই থামস্ আপের গ্লাসটা এগিয়ে দেয় নেহাকে।
ভিকি যখন চার পেগ বটম্ আপ করে স্বল্পবসনা বার ডান্সারের কোমড় ধরে ড্যান্সে ব্যস্ত, তখন নেশায় নেহার চোখ প্রায় বুজে এসেছে।
ভিকি হোটেলের বেডরুমে নিয়ে গিয়ে অচৈতন্য নেহাকে শুইয়ে দেয়। তারপর নেহাকে আনড্রেস করতে থাকে। থামস্ আপে মেশানো নেশার ট্যাবলেটের এফেক্ট থাকতে থাকতেই হানিমুনটা সারার প্ল্যান ছিল তার।
হঠাৎ-ই বলিষ্ঠ হাতের এক পান্চ লেগে ছিটকে পড়ে ভিকি, রিভার্স একশন নেওয়ার আগেই অভ্র-র ক্যারাটের মোক্ষম কিকে চোখে সর্ষেফুল দেখে সে।
পাঁজাকোলা করে নেহাকে তুলে নেয় অভ্র। নেহার মুখটা যেন নিষ্পাপ সরলতায় মাখা। অভ্র-র ঠিকই মনে হল, সোস্যাল মিডিয়ার সঙ্গে রিয়েল লাইফের ডিফারেন্সটা বোঝাবার জন্যে-ই পাগলিটার স্ট্যাটাসের ট্রাপে পড়া আবশ্যিক ছিল!
********
[]সমাপ্ত[]
