টিপটপ্
টিপটপ্


মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলতে উঠে শিপ্রা মিস্-এর কাছে তিতাস এক ঝাড় খেল। উত্তরটা যে খুব খারাপ বলছিল তা নয়, কিন্তু ম্যাডাম ওর জুলপি দেখে খেপে লাল। এইটুকু ছেলে, অ্যাঁ এইটুকু ছোকরা, তার কি না এত বড় জুলপি! এই অবদি বলে, দিলেন এক উল্টো টান। আমাদের সেকশনের ফুটবল টিমের ক্যাপ্টেন তিতাস বিশ্বাস, উঁ-উঁ করতে-করতে বসে পড়ল।