তারুণ্যের বহিঃপ্রকাশ
তারুণ্যের বহিঃপ্রকাশ
জীবনে তারুণ্যের সময়টা অনেক বৈচিত্র্য আর নতুনত্বে ভরপুর। জীবনের এই বৈচিত্র্য আর নতুনত্ব এর সাথে খাপখায়িয়ে চলতে গিয়ে অনেক খারাপ সময় পার করতে হয়। বয়সটা যখন ১৬-১৭ তখন থেকেই জীবনের মাঝে একটা পরিবর্তনের ছোয়া লেগে যায়। এই সময় অনেক সপ্ন আসে,এই সময় ভালোলাগার মানুষ আসে আবার এই সময় থেকেই সফল মানুষ ও খারাপ মানুষ হওয়ার একটা প্রবণতা কাজ করে। এই সময় থেকেই নিজের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়। তবে সবাই এসব বৈচিত্র্য আর নতুনত্ব কে জীবনের সাথে খাপখায়িয়ে নিয়ে চলতে পারে না। এর পিছনে দায়ি হিসেবে থাকে দারিদ্র্যতা, সমাজের কিছু বৈষম্য আর কিছু মুখোশধারী ব্যক্তিবর্গ। তবে এর মধ্যেও অনেক এ রয়েছে যারা এসব কে উপেক্ষা করে এগিয়ে যায়।আবার অনেকে নেশার শহরে হারিয়ে যায়। এভাবেই তারুণ্যের মাঝে প্রতিনিয়ত বিলিন হয়ে যাচ্ছে অসংখ্য তরুণ।
