STORYMIRROR

Sorgo Roy

Romance Tragedy

3  

Sorgo Roy

Romance Tragedy

তুমি ভালো থাকো মেঘাদ্রিতা

তুমি ভালো থাকো মেঘাদ্রিতা

2 mins
173


রাত প্রায় ৩টা বাজে হঠাৎ একটা দুঃস্বপ্নে ঘুমটা ভেঙে গেল।ঘুম ভাঙ্গার ৫ মিনিট পরেও আতঙ্কে মনটাকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না।দুঃস্বপ্ন বলার আগে হালকা পরিচয় টা দিয়ে নেই (আজ প্রায় ৫মাস হয়ে গেছে অরিনের সাথে কথা হয় না। অরিনের সাথে পরিচয়টা স্কুলে। স্কুল থেকেই দুজনেই দুজনকে পছন্দ করতাম। এখন আমরা কলেজে আর ১বছর পর দুজনেই বিশ্ববিদ্যালয়ে উঠব। কিন্তু প্রায় ৫মাস আগে রাগ করে কথা বলা বন্ধ হয়ে যায়) তবে দুঃস্বপ্নটা আমাকে তিলে তিলে পিরা দিচ্ছে। স্বপ্নে দেখলাম শীতকালীন ছুটিতে আমরা বাসায় গিয়ছি।শীতের কারনে অরিন অসুস্থ হয়ে পড়েছে। ভেবেছিলাম অরিন ২-৩দিনেই ঠিক হয়ে যাবে তবে হঠাৎ খবর পেলাম অরিন এর অবস্থা অনেক খারাপ। তাই কোনো কিছু না ভেবেই অরিনের বাসায় চলে যাই।


দেখলাম অরিন বিছানায় শুয়ে আছে আর পাশে অরিনের মা বসে আছে।অরিনের এই অবস্থা দেখে মনে একটা আতংক চলে আসল। অরিন এর কাছে গিয়ে বাসলাম দেখলাম সে ঘুমিয়ে আছে। অরিনকে এ অবস্থায় দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে লাগল।অরিনকে আমি অনেক ভালোবাসি তার কথার বিরুদ্ধে কোনো কিছু করি নাই কখনো যখন যেটা জেদ করতো সব মানে নিতাম আজকে ভালোবাসার মানুষটাকে এভাবে দেখতে খুবই কষ্ট হচ্ছিল। হঠাৎ করেই দেখলাম অরিন চোখ খুললো আমাকে দেখে কিছু একটা বলার চেষ্টা করতেছিল কিন্তু বলতে পারতেছিল না।


আমার অনেক কষ্ট হচ্ছিল কাউকে পরওয়া না করেই অরিনকে জড়িয়ে ধরলাম আর বলতেছিওলাম তোমার কিছু হবে না আর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অরিনকে যেই তুলতে যাব দেখলাম অরিন চোখ বন্ধ করে ফেললো। সেই মুহূর্তে মনে হতে লাগল আমার বেঁচে থেকে কি হবে আমি ঠিক মেনে নিতে পারছিলাম না। তখনই ঘুম ভেঙে গেলো।


ঘুম থেকে উঠেই দোয়া করা শুরু করলাম অরিন তোমাকে যেন ঠিক থাকে সব সময়। স্বপ্ন টা সত্যি হলে আমার কি হতো আমি আমার চোখের সামনে অরিনকে মরে যেতে দেখতে পারতাম না আর পারবো না। তুমি ভালো থাকো সব সময়ই কারন তুমি আমার জীবনের একটা অংশ তোমার কিছু হইলে আমি নিজেকে কোনো দিন ঠিক রাখতে পারবো না।ভালো থাকো প্রিয়। 


Rate this content
Log in

Similar bengali story from Romance